টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিল শূন্য। অথচ বিশ্বকাপের আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দলের এমন ব্যর্থতার পরে দেশে বিশ্বকাপের মতো স্পোর্টিং উইকেট চাচ্ছেন দলের পেসার তাসকিন আহমেদ।
ঘরের মাঠে দারুণ পারফর্ম করে বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী ছিল। যদিও শঙ্কা ছিল ঘরের মাঠের নিজেদের চেনা উইকেট কতটা ফলপ্রসূ হবে বিশ্বকাপে? সেই আশঙ্কাই সত্যি প্রমাণ হলো। বিশ্বকাপের মূল পর্বে একেবারেই নাজেহাল টাইগাররা। তাই ভবিষ্যতে বড় টুর্নামেন্টে ভালো করতে হলে দেশের ক্রিকেটেও স্পোর্টিং উইকেট চান তাসকিন।
তাসকিন বলেন, “এখানে যে উইকেট সেটা মিরপুরের উইকেট থেকে ভিন্ন। উইকেট অনেক স্পোর্টিং। মিরপুরে এমন উইকেট হলে বড় টুর্নামেন্টে আমাদের কাজে আসবে। ভবিষ্যতে বাংলাদেশে আরও ভালো উইকেটে খেলা হলে আমাদের বোলিং-ব্যাটিং দুটিই আরও উন্নত হবে।”