বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন সন্নিকটে। সিরিজের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে।
তবে বহুল প্রতীক্ষিত সিরিজটি স্টেডিয়ামে বসে দেখতে পারবেন না ক্রীড়াপ্রেমীরা। ম্যাচগুলো উপভোগ করতে হবে টেলিভিশনের পর্দায়।
ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন জিটিভি ও টি-স্পোর্টস।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
১ম টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, মিরপুর
২য় টি-টোয়েন্টি- ৩ সেপ্টেম্বর, মিরপুর
৩য় টি-টোয়েন্টি- ৫ সেপ্টেম্বর, মিরপুর
৪র্থ টি-টোয়েন্টি- ৮ সেপ্টেম্বর, মিরপুর
৫ম টি-টোয়েন্টি- ১০ সেপ্টেম্বর, মিরপুর
বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স , ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।