• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দলে ক্ষমতা হ্রাস পেয়েছে রাসেল ডমিঙ্গোর?


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৫৯ পিএম
দলে ক্ষমতা হ্রাস পেয়েছে রাসেল ডমিঙ্গোর?
সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর দিয়ে বলেছেন যে, তিনি দলের পরিচালক খালেদ মাহমুদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যদিও গত কয়েক মাসে ডমিঙ্গোর ক্ষমতা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওডিআইয়ের আগে ডমিঙ্গোকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে তার মেয়াদ শেষ করতে আত্মবিশ্বাসী  কী না, বিশেষ করে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগের পর। সিডন্স ডমিঙ্গোর চেয়ে দলের সিনিয়র সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখেন।

ডমিঙ্গো বলেন, "আপনাকে অবশ্যই বিসিবিকে প্রশ্ন করতে হবে। আমি যদি আত্মবিশ্বাসী কোচ না হতাম, তাহলে আমি কোনো আন্তর্জাতিক দলের কোচিং করাতে পারতাম না। মিডিয়া বা জনসাধারণ যা-ই বলুক না কেন, আমি অভদ্রের মতো আচরণ করতে পারি না। এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনি আমার এবং খেলোয়াড়দের সম্পর্কে যা চান তা লিখতে পারেন। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে, আমি আমার খেলোয়াড়দের এসব থেকে দূরে রাখি। যদি আমি এতে প্রভাবিত হই, আমি আশা করি না আমার খেলোয়াড়রা এতে প্রভাবিত হবেন।" 

সদ্য নিযুক্ত কোচ সিডন্স সম্পর্কে ডমিঙ্গো বলেন, "তিনি (সিডন্স) একজন অভিজ্ঞ কোচ যিনি সারা বিশ্বে কাজ করেছেন। তিনি সিস্টেম জানেন। সম্ভবত এই খেলোয়াড়দের আমার চেয়ে ভালো জানেন। তিনি আগেও এখানে এসেছেন। তাকে বোর্ডে রাখা ইতিবাচক।"

ডমিঙ্গো সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিষয়কে দূরে সরিয়ে রেখে বলেছেন যে, তিনি সাবেক জাতীয় অধিনায়কের মতামতে আগ্রহী নন। "ম্যাশ কি এখনো অবসর নিয়েছেন?" এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন,

"সত্যি বলতে, আমি এমন খেলোয়াড়দের (মাশরাফী) প্রতি আগ্রহী নই যারা এই মুহূর্তে স্কোয়াডের অংশ নয়। আমি যেমন বলেছি, বাইরে থেকে কথাবার্তা- মানুষ কী বলে বা লেখে- আমার জীবনে তেমন গুরুত্বপূর্ণ নয়। আমার ফোকাস আমার দল, আমার পরিবার এবং আমার চাকরিতে। খুব বেশি কিছু নয়।"

ডমিঙ্গো বলেছেন যে, তিনি আত্মবিশ্বাসী ছিলেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতবে। এমনকি যখন তারা রান তাড়া করার এক পর্যায়ে ৬ উইকেটে ৪৫ রান করেছিল, তখনো জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি।

ডমিঙ্গো বলেন, "যখন মিরাজ (মেহেদি হাসান) ব্যাট করতে নেমেছিল, আমি শ্রীকে বলেছিলাম যে তারা ১৫০ রান করবে। এই মুহূর্তে মিরাজের ব্যাটিংয়ে অনেক আত্মবিশ্বাস আছে। সে নিউজিল্যান্ড এবং বিপিএলে ভালো ব্যাটিং করেছে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, আমি ভেবেছিলাম আমরা এখনও এটা করতে পারব। এটা একটা ভালো উইকেট ছিল। রানরেট ছিল আমাদের হাতে।

"আমি জানি আফিফ কতটা ভালো। আমি তাকে টি-টোয়েন্টিতে আগেও এমন ইনিংস খেলতে দেখেছি। আমার মনে হয় সে অসাধারণ একজন খেলোয়াড়। সে বাংলাদেশের সেরা সাদা বলের খেলোয়াড়দের একজন হবে। তাদের ব্যাট করতে দেখে সত্যিই ভালো লাগল।"

তবে জয় সত্ত্বেও ডমিঙ্গো বিশ্বাস করেন যে, দলের উন্নতির জন্য আরও অনেক কাজ বাকি আছে। বাংলাদেশ বর্তমানে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

Link copied!