• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না মরিস 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৭:৩৩ পিএম
দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না মরিস 

দক্ষিণ আফ্রিকার হয়ে আর মাঠে দেখা যাবে না ক্রিস মরিসকে। তবে দেশের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেট ও দেশ-বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলবেন বলে জানিয়েছেন তিনি। নিজের এমন ইচ্ছার কথা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন মরিস। 

এক ওয়েবসাইটে মরিস বলেন, “দক্ষিণ আফ্রিকার হয়ে আমার খেলার দিন শেষ। সবার সামনে অবসরের কথা আমি ঘোষণা করতে পারব না। ওরা জানে আমার ইচ্ছে কী। আমিও জানি ভবিষ্যতে কী করতে চাই। তাই দেশের হয়ে আর হয়তো দেখা যাবে না আমাকে।”

তবে দেশের হয়ে না খেললেও অবসরে যাওয়ার কথা বলেননি মরিস। মরিস বলেন, “সবার সামনে ঘোষণা করার মতো ক্রিকেটার আমি নই। ঘরোয়া ক্রিকেটে আপাতত লক্ষ্য স্থির করতে চাই এবং নিজেকে যতটা সম্ভব ঢেলে দিতে চাই।"

দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত মরিস। বলেন, "তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পেরে আমি গর্বিত।”

সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মরিস। তিনিই ছিলেন প্রতিযোগিতার সবচেয়ে দামী ক্রিকেটার। 

দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি টেস্ট, ৪২টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি থেলেছেন। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি।

Link copied!