• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৩:৪৭ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে বাংলাদেশ। বেশ শক্তপোক্ত অবস্থানে থাকা টাইগারদের মিশন এবার দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম বাইশ গজের লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বিশ্বকাপ সুপার লিগে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের এটাই প্রথম ম্যাচ। এই ম্যাচের একাদশে ওপেনিংয়ে অনুমেয়ভাবে তামিমের সঙ্গী ফর্মে থাকা লিটন দাস। তিন নম্বর পজিশনে থাকছেন সাকিব আল হাসান। জল্পনা-কল্পনা ছাপিয়ে আজকের ম্যাচের একাদশে সাকিব আল হাসান থাকছেন, এটা গতকাল সংবাদ সম্মেলনেই নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। চারে ব্যাট করবেন মুশফিকুর রহিম। এছাড়া উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাবেন তিনি। এ নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে তাকে।

পাঁচ নম্বর পজিশনে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু ব্যর্থ হলেও এখনো তার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাকে বাজিয়ে দেখতে আরও সুযোগ দেওয়ার পক্ষে দল। আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেশ ভালো কয়েকটি ইনিংস রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়ের। সে ক্ষেত্রে তারও খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তখন হয়তো রাব্বিকে বসতে হতে পারে।

ছয় নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাত নম্বরে আফিফ হোসেনের পজিশনও অনেকটা নির্ধারিত। এবার প্রশ্ন হলো, কন্ডিশন বিবেচনায় দলে কি চার পেসার খেলবে নাকি তিন পেসার। যদি তিন পেসার খেলানো হয়, তাহলে আট নম্বর পজিশনে সুযোগ পাবেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর যদি চার পেসার খেলানো হয়, সে ক্ষেত্রে তাসকিন, শরিফুল ও মোস্তাফিজের সঙ্গে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। তবে এই সম্ভাবনা কম। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী/মাহমুদুল হাসান জয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান/এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, জ্যানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!