• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

থান্ডার এবং লিওর বাবা হলেন বোল্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৪৫ পিএম
থান্ডার এবং লিওর বাবা হলেন বোল্ট

জ্যামাইকান তারকা উসাইন বোল্টের জন্মই যেন অলিম্পিকের রাজ্যে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সেই রাজ্যে এবার নতুন দুই রাজপুত্র থান্ডার বোল্ট এবং সেইন্ট লিও বোল্টের আগমন হয়েছে। দুই জমজের নাম নিয়ে খেলার আগে একমাত্র কন্যার নাম নিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। 

৩৪ বছর বয়সী তারকা বোল্ট গত বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার সন্তানদের সঙ্গে ছবি প্রকাশ করেন। সেখানে সঙ্গে ছিলেন স্ত্রী কাসি বেনেট। দুই সন্তানের নামের শেষে বিদ্যুতের ছবি দিতে ভোলেননি তিনি। এক বছর বয়সী কন্যার নাম অলিম্পিয়া লাইটনিং! গ্রিক রূপকথার নানা চরিত্রের মতো নাম সাজিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি। 

২০২০ সালের মে মাসে অলিম্পিয়া বোল্টের জন্ম হয়। তখন স্ত্রী বেনেটের গর্ভাবস্থার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন বোল্ট। তবে জমজ সন্তানের সংবাদের আগে বেনেটের কোনো গর্ভাবস্থার অবস্থা জানাননি তিনি। ২০১৭ সালে অবসরে যাওয়া দৌড়বিদ বোল্টের দখলে ১০০ মিটার এবং ২০০ মিটারের রেকর্ড এখনও অক্ষত।

Link copied!