• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃতীয় টেস্টে ডাক পেলেন ডেভিড মালান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:১৪ পিএম
তৃতীয় টেস্টে ডাক পেলেন ডেভিড মালান

আগামী সপ্তাহে হেডিংলিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন ইয়র্কশায়ারের ব্যাটসম্যান ডেভিড মালান। দুই টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন ডম সিবলি ও জ্যাক ক্রাউলি। মালান ছাড়াও ডাক পেয়েছেন সাকিব মাহমুদ।

ল্যাঙ্কাশায়ারের বোলার সাকিব মাহমুদকেও ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেলেও মার্ক উডকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত দুই বছর ধরেই ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের খেলোয়াড় হিসেবে ছিলেন ৩৩ বছর বয়সী মালান। বর্তমানে ক্রিকেটের ছোট ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। এজবাস্টন টেস্টে রান না পাওয়ায় দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। ১৫ টেস্টে গড়ে ২৭.৮৪ রান করেছেন তিনি। চলতি মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে তার একমাত্র চ্যাম্পিয়নশিপ ম্যাচে ১৯৯ রান করেছিলেন তিনি।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল: 

জো রুট, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন ও মার্ক উড। 

Link copied!