• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তিন মিনিটেই প্রতিপক্ষের স্বপ্ন গুঁড়িয়ে দিল লিভারপুল


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ১১:১৬ এএম
তিন মিনিটেই প্রতিপক্ষের স্বপ্ন গুঁড়িয়ে দিল লিভারপুল

শনিবার রাতে (১৯ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের বিপক্ষে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে নরউইচ সিটি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই তারা গোল পায়। তবে অফসাইডের কল্যাণে স্বস্তির নিশ্বাস ছাড়ে লিভারপুল।   

ম্যাচের পঞ্চম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লিভারপুলেরও। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ হাতছাড়া করে লিভারপুল। আক্রমণ ও পাল্টা-আক্রমণে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মিলোট রাশিকার গোলে এগিয়ে যায় নরউইচ। এরপর ৬৪ থেকে ৬৭—মাত্র তিন মিনিটে নরউইচের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয় লিভারপুল। ম্যাচের ৬৪ মিনিটে সমতা টানেন সাদিও মানে। সেনেগালের ফরোয়ার্ডের বল ছয় গজ দূর থেকে জালে জড়ান।

ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। গোলরক্ষকের লম্বা বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সহজেই গোল পান মিসরের ফরোয়ার্ড। এরপর চাপে পড়ে নরউইচ। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে তৃতীয় গোলও আদায় করে নেয় লিভারপুল। ম্যাচের ৮১ মিনিটে লুইস দিয়াজের গোলে ব্যবধান ৩-১ করে জয় নিয়েই মাঠ ত্যাগ করে লিভারপুল।

লিগে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!