বাংলাদেশের প্রতিভাবান তারকা তাসকিন আহমেদ বাজে পারফর্ম করে ছিটকে গিয়েছিলেন জাতীয় দল থেকে। কঠোর পরিশ্রম করে আবার দলে জায়গাও পোক্ত করেছেন তিনি। ফর্ম ফিরে পাওয়ায় তার দিকে দৃষ্টি পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল লখনৌ সুপার জায়ান্টের।
লখনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর তাসকিনকে দলে চেয়ে বিসিবির কাছে ফোনও করেছিলেন। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় এত বড় সুযোগ হাতছাড়া করতে হয় তাসকিনকে। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে দেশের খেলা রেখে আইপিএল খেলতে পারবেন না তিনি।
তবে লখনৌ বসে থাকেনি। তাসকিনের থেকে ইতিবাচক সাড়া না পেয়ে তারা জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারবানিকে দলে ভিড়িয়েছে। এই পেসারের মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন। দল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।