এবারের বিপিএল আসরে ঢাকার দল নিয়ে প্রথমে একটু ঝামেলা হলেও পরে মিনিস্টার গ্রুপ ঢাকার দল কিনে নেয়। তার আগে বিসিবি নিজ উদ্যোগে দল গঠন করে।
দলে যোগ দেয় মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়। তবে এত তারাকাদের ভিড়ে অধিনায়ক হয়েও চাপ অনুভব করছেন না তিনি।
সোমবার সন্ধ্যায় ঢাকা দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মাহমুদউল্লাহর নাম। মাশরাফী, তামিম ছাড়াও মাহমুদউল্লাহ এই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, আরাফাত সানি, শামসুর রহমানের মতো দেশের সিনিয়র ক্রিকেটারদের।
এরকম একটি দলের অধিনায়ক হওয়া ইতিবাচক হিসেবেই দেখছেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ বলেন, "আমার কোনো চাপ নেই। আমি খুবই খুশি এরকম দল পেয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো, অভিজ্ঞ ক্রিকেটার অনেক। পাশাপাশি ম্যাচ উইনারও আছে। তবে দিনশেষে দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।”