স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে জয় নেই বাংলাদেশ দলের। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিবাচক শুরু করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে তামিম-লিটন জুটি।
মাত্র তৃতীয়বারের মতো উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতক রান করেছে বাংলাদেশ। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে এবারই প্রথম।
দিবারাত্রির এই ম্যাচে টাইগারদের প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। লুঙ্গি এনগিদির করা প্রথম ওভারে কোনো ঝুঁকি নেননি তামিম ইকবাল। ফলে ওই ওভারে কোনো রানও করতে পারেনি বাংলাদেশ। প্রথম ২ ওভারে মাত্র ২ রান নিতে পারে সফরকারীরা।
তবে এনগিদির করা ইনিংসের তৃতীয় ওভারে ছক্কা দিয়েই রানের খাতা খোলেন তামিম। আপার কাটে বল বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেন বাংলাদেশ দলপতি। এরপর দেখে শুনে ব্যাট করতে থাকেন তামিম ও লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে ৬৮ রান বাংলাদেশের। তামিম ৩৩ রানে আর লিটন অপরাজিত আছেন ২৯ রান নিয়ে।