বাংলাদেশ ক্রিকেটে কাটছে ব্যস্ত সময়। বিপিএল প্রায় শেষের দিকে। এরপরই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ।
তারপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে উড়াল দেবে টাইগাররা৷ এরমধ্যেই সময় নির্ধারণ করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার ১০ দিন পরই শুরু হবে ৫০ ওভারের এই লিগ। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। যদিও অনানুষ্ঠানিক দলবদল প্রায় শেষ তবে মার্চের ২ ও ৩ তারিখ হবে আনুষ্ঠানিক দলবদল।
জাতীয় দলের শীর্ষ তারকারা আগেই নিজেদের ক্লাব নিশ্চিত করেছেন। মোহামেডান দলে খেলা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক মুশফিকুর রহিম, বোলার কাম ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার সৌম্য সরকার ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল খেলবেন যথারীতি প্রাইম ব্যাংকে।
আবাহনীকে নিশ্চিত করেছেন ওপেনার লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়, মেহেদি রানা। এখন কেবল আনুষ্ঠানিকভাবে তাদের দলে যুক্ত করা বাকি।
টাইগারদের ব্যস্ত সিডিউলকে মাথায় রেখেই লিগ আয়োজিত হচ্ছে৷ জাতীয় দলে খেলার বিরতিতে ক্রিকেটাররা লিগে খেলবেন। এদিকে, এবারের লিগে দলে একজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন।