দীর্ঘ নাটকীয়তার পর সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসা এই শীর্ষ টেনিস তারকাকে বিমানবন্দরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করানো আর নিম্ন মানের হোটেলে রাখায় তীব্র সমালোচনা করেছে সার্বিয়ার সরকার।
অস্ট্রেলিয়া পৌঁছানোর পর মঙ্গলবার দেশটির আইন অনুযায়ী টিকা দেওয়া না থাকায় তাকে প্রথমে আইসোলেশনে পাঠানো হয়। এরপর চিকিৎসা ছাড়পত্র থাকায় প্রাথমিকভাবে গ্র্যান্ড স্লামে যোগ দেওয়ার সুযোগ পেয়ে যান তিনি।
তবে টিকাদান নিয়ে রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন হওয়ায় সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়ার সরকার। এরপরই জোকোভিচের ভিসা বাতিলের ঘোষণা আসে।
একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স জানায়, “অস্ট্রেলিয়ায় প্রবেশের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন জোকোভিচ। আর তাই তার ভিসা বাতিল করা হয়েছে।”
নিজ দেশে ফেরত পাঠানোর জন্যে তাকে এখন একটি সরকারি হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর নিজেকে টিকাবিরোধী দাবি করলেও এবার তিনি টিকা নিয়েছেন কি না সে বিষয়ে কোন তথ্য দেননি।
রয়টার্স জানায়, ভিসা বাতিলের পরে জোকোভিচকে বিমানবন্দর থেকে মেলবোর্নের শহরতলির একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। অবৈধ অভিবাসীদের আটকে রাখার জন্য ব্যবহৃত হয় এই হোটেলটি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে এই জায়গাটিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে।
তবে জোকোভিচকে আলাদা হোটেলে বন্দী রাখার অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, অস্ট্রেলিয়া প্রবেশের জন্য জোকোভিচের কাছে চিকিৎসকের ছাড়পত্র নেই এবং স্বাস্থ্য পরীক্ষার যা প্রমাণ তার কাছে রয়েছে তা ‘অপ্রতুল বলে প্রমাণিত হয়েছে’।
যদিও অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, জোকোভিচ চাইলে এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। টুর্নামেন্টে খেলতে নতুন ভিসার জন্যেও আবেদন করতে পারেন তিনি।
১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে বিশ্ব টেনিসের অন্যতম বড় আসর অস্ট্রেলিয়ান ওপেন। এই প্রতিযোগিতার ৯ বারের গ্র্যান্ড স্লামের বিজয়ী জোকোভিচ এবার খেলতে চান ১০ নম্বর শিরোপা জয়ের লক্ষ্যে।