ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ভারত। এদিকে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে একধাপ নেমে বাংলাদেশের অবস্থান এখন দশে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত সাফল্য আসেনি দলের। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। জয়ের কাছাকাছি গিয়েও সেই চিরচেনা দৃশ্য দেখা গেছে বাংলাদেশের পারফরম্যান্সে।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেলেও রোহিত শর্মার অধীনের দলটি টি-টোয়েন্টিতে আধিপত্য দেখাচ্ছে। দারুণ পারফর্ম করেই শীর্ষে উঠেছে দলটি। রোববার ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে দাপটের সাথে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। তাতেই ইংল্যান্ডকে হটিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষ আসন দখলে নিয়েছে ভারত।