• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও পিংকির ইতিহাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৪:২৮ পিএম
টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও পিংকির ইতিহাস
ছবি সংগৃহীত

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগ্রেস টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি। এবার ওয়ানডে ক্রিকেটেও একই কীর্তি গড়লেন এ ডানহাতি ব্যাটার। নারীদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে ৮ রান করে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এ ইতিহাস গড়লেন তিনি।

শুক্রবার (২৫ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও ডার্ক লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হেরে যায় নিগার সুলতানার দল। দল হারলেও ম্যাচে মাইলফলকে নাম তুলেছেন পিংকি। এই ম্যাচে নামার আগে ওয়ানডে ক্যারিয়ারে হাজার রান করতে পিংকির প্রয়োজন ছিল ৫ রান। এদিন ৮ রান করে নারী ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এ অর্জন পূরণ করেন তিনি।

পিংকির পর নারীদের ওয়ানডেতে হাজার রানের খুব কাছে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ৫৫ রান করা রোমানা তার ক্যারিয়ারে ৪৫ ইনিংসে করেছেন ৯৪৮ রান। রোববার ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রান করতে পারলেই হাজার পূরণ কবে তারও।

এবারের বিশ্বকাপ শুরুর আগে ৮৪৩ রান নিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই নম্বরে ছিলেন ফারজানা পিংকি। তবে ব্যাক টু ব্যাক ফিফটিসহ ৬ ম্যাচে ১৬২ রান করে রোমানাকে টপকে গেছেন তিনি। অন্যদিকে তুলনামূলক ব্যর্থ রোমানা ছয় ম্যাচে করতে পেরেছেন মাত্র ৫৫ রান।

 

নারী ক্রিকেটের ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক

* ফারজানা হক পিংকি - ৪৬ ইনিংসে ১০০৩ রান, সর্বোচ্চ ৭১
* রোমানা আহমেদ - ৪৫ ইনিংসে ৯৪৮ রান, সর্বোচ্চ ৭৫
* নিগার সুলতানা জ্যোতি - ২৬ ইনিংসে ৪৯৭ রান, সর্বোচ্চ ৫৯*
* শারমিন আক্তার সুপ্তা - ২৯ ইনিংসে ৪৯২ রান, সর্বোচ্চ ৭৪
* সালমা খাতুন - ৩৯ ইনিংসে ৪৮৯ রান, সর্বোচ্চ ৭৫*

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন ফারজানা পিংকি। তার পরের স্থানে রয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৮৮২ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এছাড়া রোমানার নামের পাশে রয়েছে ৭৪৮ রান।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক

* ফারজানা হক পিংকি - ৬৭ ইনিংসে ১০৬৪ রান, সর্বোচ্চ ১১০*
* নিগার সুলতানা জ্যোতি - ৫২ ইনিংসে ৮৮২ রান, সর্বোচ্চ ১১৩*
* রোমানা আহমেদ - ৬২ ইনিংসে ৭৪৮ রান, সর্বোচ্চ ৫০
* আয়েশা রহমান শুকতারা - ৫৩ ইনিংসে ৭০০ রান, সর্বোচ্চ ৪৬
* সালমা খাতুন - ৫০ ইনিংসে ৫৬৪ রান, সর্বোচ্চ ৪৯*

খেলা বিভাগের আরো খবর

Link copied!