আবু ধাবিতে টি-টেন লিগের ষষ্ঠ আসরে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত দল পেয়েছেন মাত্র পাঁচজন। দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুবরা।
প্লেয়ার্স ড্রাফটের আগেই আইকন প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এবারের ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক সৈকত, নাসির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীসহ আরও বেশ ক`জন ক্রিকেটার।
বাংলা টাইগার্স সাকিবের পাশাপাশি নুরুল হাসান সোহানকেও দলে টানে। তরুণ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়কেও ইমার্জিং ক্রিকেটার ক্যাটাগরিতে দলে অন্তর্ভূক্ত করে তারা। ড্রাফটের একেবারে শেষের দিকে মোস্তাফিজ ও তাসকিন দল পান। বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন টিম আবু ধাবিতে। বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সে খেলবেন তাসকিন।
তামিম, রিয়াদ ও আফিফকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। তাদের দল না পাওয়া অবাক করেছে অনেককেই। এমনকি, ফর্মে থাকা সৈকতও শেষ পর্যন্ত অবিক্রিত রয়ে গেছেন।
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। অবশ্য একই সময়ে আবার বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ নির্ধারিত। তাই ওই সময়ে টাইগারদের টি-টেন লিগে খেলার ব্যাপারে সংশয় থেকেই গেল।