রোববার রাতে লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠের ম্যাচটি ৪-০ গোলে জিতে লিগ টেবিলের তিনে উঠে এসেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের ১৪ মিনিটে দলকে লিড এনে দেন ফেররান তোরেস। সফল স্পট কিকে দলকে ১-০ ব্যবধান এনে দেন তিনি। এর ৭ মিনিট পর আবারও তিনি গোল পান। উসমানে ডেম্বেলের দারুণ থ্রুতে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ম্যাচের ২৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনা। এই গোলেও অবদান ডেম্বেলের। তার দারুণ পাসে গোল করেন অবামেয়াং।
ম্যাচের ৫১ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হন অবামেয়াং। তার চার মিনিট পর জেরার্ড পিকে বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। ৭৫ মিনিটে বদলি নামা খেলোয়াড় রিকি পুইস স্কোরলাইন ৪-০ করেন।
এই জয়ের ফলে টানা চার ম্যাচ জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫১। টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।