• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
এএইচএফ কাপ হকি

টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৮:৩৫ পিএম
টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ট্রাইবেকারে ওমানকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হল হকি দল। 

আজ বোরবার (২০ মার্চ) ফাইনালের মঞ্চে পেনাল্টি শ্যুটআউটে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ে খেলা ১-১ তে সমতায় চিল। 

প্রথম কোয়ার্টারের শেষ দিকে সোহানুর রহমান সবুজ গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। কিন্তু সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১৯ মিনিটে আল ফাহাদের গোলে সমতা আনে ওমান। ম্যাচের বাকি সময় চাপ সৃষ্টি করা ওমান গোলের সুযোগ সৃষ্টি করলেও গোল পেতে ব্যর্থ হয়।

কোনো কোয়ার্টারে দুপক্ষের কারও আর গোল না হলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলেই শেষ হয়। ফাইনালের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শ্যুটআউটে। পেনাল্টিতে বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন ছিল। ৫-৩ গোলের ব্যবধানে জিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!