আগামী ৫ মার্চ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলবে বাংলাদেশ নারী দল। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জাহানারা আলমরা। প্রথম প্রস্তুতি ম্যাচে আজ (২৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ইংলিশরা সংগ্রহ করেছে ৩১০ রান।
টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুটা চমৎকার করে ইংলিশরা। দুই ওপেনার রানের চাকা সচল রাখেন। দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৮১ রানে। ট্যামি বিউমন্ট ব্যক্তিগত ৩৮ রানে আউট হন। আরেক ওপেনার লউরেন উইনফিল্ড হিল (৫৫) অর্ধশতক তুলে নেন।
ইংলিশ ব্যাটার ন্যাট সাইভারের শত রানে ভর করে ৩১০ রানের দুর্দান্ত রান স্কোরবোর্ডে জমা করে তারা। তার ১০৮ রানের (১০১ বলে) ইনিংসটি সাজানো ৯টি চারে।
বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৩টি, সুরাইয়া আজমিন ও রিতু মনি দুটি করে উইকেট লাভ করেন।