একটি দলের জয় পরাজয়ে সবচেয়ে বড় অবদান থাকে ফিল্ডারদের। কারণ দলের প্রয়োজনে কিছু রান বাঁচানো কিংবা দারুণ ক্যাচ ধরে দলকে উইকেট এনে দেয় ফিল্ডাররা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে সরে যান দক্ষিণ আফ্রিকার রায়ান কুক। এরপর টাইগারদের খণ্ডকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল দেশীয় কোচ মিজানুর রহমান বাবুলকে। এরপর সবশেষ আফগানিস্তান সিরিজে বাবুলকে বাদ দিয়ে রাজিন সালেহকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়।
তবুও ফিল্ডিংয়ে ভারসাম্য ধরে রাখতে পারছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তিনটি সহজ ক্যাচ ছেড়ে দিয়ে ফিল্ডিং নিয়ে সমালোচনার মুখে পড়ে ক্রিকেটাররা। অবশেষে সেই ফাঁকা স্থান পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে প্রায় ২ বছরের জন্য পূর্ণকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হল অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে।
শনিবার (৫ মার্চ) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের জন্য নতুন এই ফিল্ডিং কোচ নিয়োগের কথা নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই ঢাকায় চলে আসবেন ম্যাকডারমট। তারপর বাংলাদেশ দলের সঙ্গেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন তিনি।
৪১ বছর বয়সী ম্যাকডারমট কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞতা সম্পন্ন। বাংলাদেশের দায়িত্ব নেবার আগে শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ, শ্রীলঙ্কা ‘এ’ দলের হেড কোচ ছিলেন তিনি। খণ্ডকালীন সহকারী কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া দলে। এক সময়ে অজিদের ফিল্ডিং কোচও ছিলেন তিনি।