মঙ্গলবার (১৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ওমান। বাঁচা-মরার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কাঙ্ক্ষিত জয় এসেছে ঠিকই, তবে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে টাইগারদের।
টাইগারদের এখনো অনেক উন্নতির প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমে বেশ আগ্রাসী ভূমিকাতেই এগিয়ে যাচ্ছিল ওমান। বোলাররা প্রতিপক্ষকে বেশ রান উপহার দিতে থাকলে একসময় শঙ্কাও তৈরি হয় হারতেই হবে হয়তো টাইগারদের। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে ২৬ রানের জয় পায় মাহমুদউল্লাহর দল।
মাহমুদউল্লাহ বলেন, “আমরা জয়টা তুলে নিয়েছি। কিন্তু আমার মনে হয় অনেক বিষয়েই আমাদের উন্নতির প্রয়োজন আছে। সাকিব, নাঈম দারুণ খেলেছে। তারাই আমাদের দলীয় রানকে ১৫০ টপকে যেতে সাহায্য করেছে।”
নতুন বলে আমাদের আরও ভালো করা দরকার উল্লেখ করে টাইগারদের অধিনায়ক আরও বলেন, “খুব বেশি অতিরিক্ত (ওয়াইড) রান দিয়ে ফেলেছি। প্রথম ৬ ওভারে আমাদের বোলিং ও ব্যাটিং দুই ক্ষেত্রেই উন্নতির প্রয়োজন।”