• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টাইগারদের আজ সিরিজ বাঁচানোর লড়াই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১০:৩৬ এএম
টাইগারদের আজ সিরিজ বাঁচানোর লড়াই

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। 

তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় পাকিস্তান। ফলে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহর সামনে।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। এদিন দলের টপ অর্ডার আবারও ব্যর্থ হয়। দলীয় ১৫ রানে আউট হয়ে যান টপ অর্ডারের ৩ ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। নুরুল হাসান ২৮ ও মেহেদি হাসান অপরাজিত ৩০* রান করেন। 

জবাবে তাসকিন আহমেদদের লড়াই সত্ত্বেও ৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ফখর জামান ও খুশদিল শাহ দুজনই ৩৪ করে রান করেছেন। 

বল হাতে কিছুটা সাফল্য দেখালে টাইগারদের ব্যাটিং দৈন্যতা ছিল চোখে পড়ার মতো। সিরিজ ধরে রাখতে ব্যাটিং বিভাগে উন্নতি করার বিকল্প নেই। 

দলের ব্যাটিং বিপর্যয়ের বিষয়টি স্বীকার করেছেন মাহমুদউল্লাহও। তিনি বলেছেন, “মেহেদী দারুণ পারফর্ম করছে। দলের জন্য ব্যাট ও বল হাতে অবদান রাখছে। তাসকিনও দুর্দান্ত পারফর্ম করছে। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে। সোহান খুব ভালো করেছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে।”

Link copied!