• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টাইগারদের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ রাজিন সালেহ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:০৭ পিএম
টাইগারদের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ রাজিন সালেহ 
ফাইল ছবি

আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন টাইগার জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

রাজিন সালেহ আসন্ন আফগানিস্তান সিরিজে দলের সঙ্গে থাকছেন। তবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১৫ মার্চ থেকে শুরু হবার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকবেন না। 

২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার রায়ান কুক ২০১৮ সালের জুলাইয়ে টাইগার দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পান। কিন্তু গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পরে রায়ান কুকের সঙ্গে নতুন করে চুক্তি করেনি বিসিবি। ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ সিরিজের সময় দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছিলেন অভিজ্ঞ স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল। 

বাংলাদেশের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমট। সব যদি ঠিক থাকে তাহলে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ফিল্ডিং কোচের পদে তিনি জায়গা পাবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে, যা শুরু হবে ১৮ মার্চ। 

Link copied!