• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:৪২ এএম
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক
ছবি সংগৃহীত

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। ফলে দীর্ঘ ২১৭ দিন পর আবারও ওয়ানডে ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ দলের ১৩৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক হল মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরীর। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলাটি শুরু হবে সকাল ১১টায়। 

 

সুপার লিগের অংশ হিসেবে পয়েন্টের মারপ্যাঁচে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা বিচার করা হবে। সে পথে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। এবার এই পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের।

২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে (৯৫) টপকে টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা। সঙ্গে প্রথম দল হিসেবে সুপার লিগের ১০০ পয়েন্টের মালিক বনে যাবে বাংলাদেশ দল। অন্যদিকে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে উঠে আসবে। 

বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে চট্টগ্রামে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে থাকার। কিন্তু প্রতিপক্ষের নাম যখন আফগানিস্তান, কাজটি তখন সহজ নয় মোটেও। সুপার লিগে দারুণ অবস্থান আফগানদেরও। ছয় ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নামের পাশে আছে ৬০ পয়েন্ট। তারাও চাইবে এই সিরিজে বাংলাদেশকে টপকে যেতে।

বাংলাদেশ-আফগানিস্তান ২০১৯ বিশ্বকাপের ম্যাচে শেষবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নৈপুণ্যে ৬২ রানে আফগানদের হারিয়েছিলো টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী এবং ইয়ামিন আহমদজাই। 
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!