রোববার (১৪ নভেম্বর) রাতে দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়ার পর, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ স্বীকার করেছেন যে পুরো টুর্নামেন্ট জুড়ে টস তাদের সাফল্যের একটি বড় কারণ ছিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের প্রস্তুতির সময় ফিঞ্চ বৃহস্পতিবারের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ে টস হারার চেয়েও স্কোরবোর্ডে বড় স্কোর করাটা প্রাধান্য দিয়েছিলেন। অথচ বিশ্বকাপ জুড়ে দুবাইতে খেলা প্রতিটি রাতের ম্যাচে রান তাড়া করে দল জিতেছিল।
কিন্তু বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে তার ষষ্ঠ টস জয়ের পর তিনি স্বীকার করে নিয়েছেন টস জয় বড় একটি ভূমিকা রেখেছে।
তিনি বলেন, “সত্যি বলতে এটা (টস) একটা বড় ফ্যাক্টর ছিল। আমি যতটা সম্ভব খেলার চেষ্টা করেছি কারণ আমি ভেবেছিলাম টুর্নামেন্টের কোনো এক সময়ে আমি টস হারব এবং আমাদের প্রথমে ব্যাট করতে হবে। কিন্তু এটি একটি বড় ভূমিকা পালন করেছে। আপনি সেখানে দেখেছেন শেষের দিকে শিশির ছিল, ধীরগতির বলগুলি উইকেটে তেমনভাবে ধরে ছিল না।”