চলতি মাসের শুরুতে পিএসজিতে যোগ দিয়েছেন বার্সোলোনার সাবেক খেলোয়াড় লিওনেল মেসি। ইতিমধ্যে দুঃসংবাদ পেয়েছেন ফ্রান্সের লিগটি। কারণ, উয়েফা জানিয়েছে ইউরোপীয় ফুটবলে সেরা পাঁচ নেই ফ্রান্সের লিগ। ফলে শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলতে হবে মেসি, নেইমার ও এমবাপ্পেদের।
এই সপ্তাহে রিমসের বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে অভিষেক হতে পারে মেসির। এমনটাই জানিয়েছেন কোচ মরিসিও পচেত্তিনো।
মেসির ফ্রান্সে যাওয়ার খবরে ফুটবল ভক্তরা ভেবেছিল লা লিগার চেয়ে লিগ ওয়ানের জনপ্রিয়তা বেড়ে যাবে। এখন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ড্র হওয়ার আগে উয়েফা জানিয়েছে যে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ফ্রান্সের লিগের।
কোন দেশের লিগ সবচেয়ে শক্তিশালী তা জানার জন্য প্রায় এক দশক ধরে উয়েফা বিভিন্ন ক্লাবের সম্মিলিত পারফরম্যান্স পর্যবেক্ষণ করেছে। এক বছর আগেও ফ্রান্স পঞ্চম স্থানে ছিল। শুধু ইংল্যান্ড, স্পেন, ইতালি ও জার্মানি তাদের চেয়ে এগিয়ে ছিল। পর্তুগালের লিগ এবার পঞ্চম স্থান দখল করায় নিচে নেমে যেতে হয়েছে লিগ ওয়ানকে।
ইউরোপে শক্তিশালী পারফরম্যান্সের কারণে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। ইতালির অবস্থান তৃতীয়। জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সের অবস্থান যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে।