• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

জোড়া সেঞ্চুরিতে ৪৭৭ রানের লিড পেল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৩৪ পিএম
জোড়া সেঞ্চুরিতে ৪৭৭ রানের লিড পেল বাংলাদেশ

হারারেতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে বাংলাদেশ। দেশের হয়ে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম ও নাজমুল হাসান শান্ত। এর ফলে ৪৭৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৮৮ রানে সাইফ হাসান (৪৩) রান করে আউট হলে দলের হাল ধরেন দুই তরুণ ব্যাটসম্যান সাদুমান ইসলাম ও নাজমুল ইসলাম শান্ত। 

শুমভার বল ডিপ স্কয়ারে ঠেলে দিয়ে দুই রান নিয়ে টেস্ট ইতিহাসে নিজের প্রথম সেঞ্চুরি করেন সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সাদমানের ১১৫* রান করতে ৯টি চার মেরেছেন। এদিকে সাদমানের সঙ্গী নাজমুল শান্ত প্রতিপক্ষের বোলারদের অশান্ত করে চার, ছয়ের ফোয়ারা ছড়িয়ে টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ৯৮ রানে থাকা শান্ত শুমভার ফুল টস বল ডিপে ঠেলে দিয়ে দ্রুত দুই রান নিয়ে সেঞ্চুরি করেন। পাঁচটি চার ও ছয়টি ছয়ের বিনিময়ে ১১৭* রান করেন এই ব্যাটসম্যান।  

এর আগে নিজের প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ১৫০* ও লিটন দাসের ৯৫ রানে ভর করে ৪৬৮ রান করে বাংলাদেশ। এর জবাবে ২৭৬ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মিরাজ ও সাকিব নেন ৪টি উইকেট। 

Link copied!