আগামী ২৪ মার্চ মালদ্বীপ ও ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি মালদ্বীপের মাঠে, দ্বিতীয়টি সিলেটে। আসন্ন এই প্রীতি ম্যাচ দুটিকে সামনে রেখে বাংলাদেশ দলকে নতুনভাবে সাজাতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই প্রেক্ষিতে ২০০৩ সালে সাফ জয়ী দলের ডিফেন্ডার হাসান আল মামুনকে জাতীয় ফুটবল দলের দ্বিতীয় সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে।
বুধবার (৯ মার্চ) বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই দুই ম্যাচের জন্য মামুনকে কোচিং প্যানেলে নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া টিম ম্যানেজারের পদে ফিরেছেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন।
তিনি জানিয়েছেন, “আজকে আমরা ন্যাশনাল টিমস কমিটি মিটিংয়ে বসেছিলাম। সেখানে মার্চে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে। এ দুটি ম্যাচের জন্য হাসান আল মামুনকে দ্বিতীয় সহকারী কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।”
জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা এ নিয়ে দুজন সহকারী পেলেন। আগে থেকে এই স্প্যানিশ কোচের সঙ্গে আছেন মাসুদ কায়সার পারভেজ।
ক্লাব পর্যায়ে সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মামুনের। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে চট্টগ্রাম আবাহনীতে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
দায়িত্ব পেয়ে মামুন জানিয়েছেন, “অল্প সময়ের মধ্যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। এর আগে ক্লাব পর্যায়ে কাজ করেছি। এই প্রথম জাতীয় দলে কাজ করার সুযোগ পেলাম, অবশ্যই ভালো লাগছে। এই সুযোগ পাওয়াটা আমার কোচিং ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।”
“যদিও দুই ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছি, এটাকে একটা সুযোগ হিসেবে নিচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করব খেলোয়াড় হিসেবে দেশকে যেমন নিজের সেরাটা দিয়েছি, সহকারী কোচ হিসাবেও সেরাটা দেওয়ার।”
দলে টিম ম্যানেজারের পদে ফিরেছেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন। গত বছর মার্চে নেপাল সফরে সবশেষ টিম ম্যানেজারের পদে ছিলেন তিনি। গতবছর মার্চে নেপাল সফরের সময় তিনি ম্যানেজার ছিলেন। জুনে বিশ্বকাপ বাছাইয়ে কাতারে দল গিয়েছিল ম্যানেজার ছাড়াই। সাফ ও শ্রীলঙ্কায় দুই টুর্নামেন্টে জাতীয় দলের ম্যানেজার ছিলেন বাফুফে সদস্য ও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।