২০২২ সালের জানুয়ারিতে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট সেনসেশন কিগান পিটারসেন আর ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট।
দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ তারকা 'বেবি এবি' খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস এবং বাংলাদেশের পেসার এবাদত হোসেনের সাথে মনোনীত হয়েছিলেন পিটারসেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পিটারসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পিটারসেনের ৬২ রান প্রোটিয়াদের ভালো লিড পেতে সাহায্য করে। এছাড়া ভারতের ২৪০ রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ ২৮ রান করেন।
শেষ টেস্টে পিটারসেন প্রতিটি ইনিংসেই অর্ধশতক করেন, যার মধ্যে দুর্দান্ত ৮২ রানের ইনিংস ছিল যা দক্ষিণ আফ্রিকাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। তিনি ২৭৬ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন।
প্রমীলা পুরস্কারের জন্য ইংল্যান্ডের অধিনায়ক নাইট শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাথু এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা দেন্দ্রা ডটিনের সাথে মনোনীত হন।
ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন নাইট এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সিরিজ সমাপ্ত করেন।