• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জমে ওঠেছে কানপুর টেস্ট 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৯:০৩ পিএম
জমে ওঠেছে কানপুর টেস্ট 

ক্ষণে ক্ষণে রঙ পাল্টাচ্ছে কানপুর টেস্ট। টেস্টের শেষ দিনে স্পিনারদের স্বর্গরাজ্য ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে সফরকারী নিউজিল্যান্ড। পঞ্চম দিনে এসে নাটকীয় জয় তুলে নিতে পারবে কিউইরা। নাকি ঘরের মাঠে জিতে সিরিজে এগিয়ে যাবে ভারত, তা এখন দেখার পালা। 

কানপুর টেস্টের প্রথম দিন থেকেই দুই দলের ব্যাটার-বোলারদের লড়াই জমে ওঠেছে। কাইল জেমিসন ও টিম সাউদির আগুন ঝরা বোলিংয়ের পরেও নিজেদের প্রথম ইনিংসে ঠিকই ৩৪৫ রান করেছে ভারত। আর ১৫১ রানের জুটি গড়েও দলকে ভারতের চেয়ে বেশী স্কোর এনে দিতে পারেনি টম লাথাম ও উয়িল ইয়ংরা। প্রয়োজনের সময় ৫ উইকেট তুলে নিয়ে কিউইদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন অক্সর প্যাটেল। 

এদিকে টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। শ্রেয়াস আইয়ারের ৬৫ ও ঋদ্বিমান সাহার ৬১ রানে ভর করে এই সংগ্রহ পায় ভারত। দীর্ঘদেহী বোলার কাইল জেমিসন নিয়েছেন তিন উইকেট। 

চতুর্থ দিনের শেষ সেশনে এসে ২৮৪ রানের লক্ষ্যে দিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে কিউইরা খেলেছেন মাত্র ৪ ওভার। এর মধ্যেই এক উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। উয়িল ইয়ংকে ২ রানে ফিরিয়েছেন তিনি। 

শেষ দিনে এসে জয়ের জন্য ২৮০ রান করতে হবে নিউজিল্যান্ডকে। কিউইরা কি পারবে ভারতের অপ্রতিরোধ্যে স্পিন অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করতে? সময়ই বলে দিবে কি হবে। 

Link copied!