• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

চাহাল ও গৌতম করোনায় আক্রান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:২৬ পিএম
চাহাল ও গৌতম করোনায় আক্রান্ত

ভারতীয় দলের লেগস্পিনার যুজভেন্দ্র চাহাল ও স্পিন বোলিং অলরাউন্ডার ক্রিসনাপ্পা গৌতম করোনায় আক্রান্ত হয়েছেন। তারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। 

২৭ জুলাই ক্রুনাল পান্ডিয়া কোভিড-১৯-এ আক্রান্ত হন। ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে যে আটজন খেলোয়াড় ছিলেন তাদের মধ্য ছিলেন  চাহাল ও গৌতম। 

চাহাল ও গৌতমকে দলের বাকি খেলোয়াড়দের কাছ থেকে আলাদা করা হয়েছে। কোভিড নেগেটিভ না আসা পর্যন্ত তারা শ্রীলঙ্কায় অবস্থান করবেন। ভারতের বাকি ছয় খেলোয়াড় হার্দিক পান্ডিয়া, পৃথ্বি শ, সূর্য কুমার যাদব, মানিশ পান্ডে, দিপক চাহার ও ঈশান কিশান দেরিতে ভারতে আসবেন। দলের বাকি সদস্য ও কোচিং স্টাফরা আজ শুক্রবার ভারতে ফিরছেন।

এদিকে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরেছে শিখর ধাওয়ানের দল। 

Link copied!