• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চাকরি ছাড়ছেন টাইগারদের বোলিং কোচ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০২:৫১ পিএম
চাকরি ছাড়ছেন টাইগারদের বোলিং কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন তার দায়িত্ব ছেড়ে দিয়ে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানে সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার বলেছেন, “গিবসন বোলিং কোচ হিসেবে তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।”

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি হবে টাইগারদের পাশে থাকা তার শেষ সিরিজ। বিসিবি ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্টের স্থলাভিষিক্ত করে গিবসনকে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশের সঙ্গে তার বর্তমান মেয়াদ ২০ জানুয়ারি শেষ হবে।

গিবসন এর আগে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তাছাড়া তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি ইংল্যান্ডে তাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন এবং ১৯৯৫-৯৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট এবং ১৫টি ওডিআই খেলেছেন।

তিনি ১৭৭টি প্রথম-শ্রেণির ম্যাচও খেলেছেন। যেখানে তিনি ৬৫৯টি উইকেট লাভ করেন এবং ৫৬০৪ রান করেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!