• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম টেস্টে খেলবেন ‘শতভাগ ফিট’ সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৩:১১ পিএম
চট্টগ্রাম টেস্টে খেলবেন ‘শতভাগ ফিট’ সাকিব
ছবি সংগৃহীত

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে যোগ দিতে গত সোমবার (৯ মে) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কোভিড পরীক্ষায় পজিটিভ শনাক্ত হবার কারণে সাকিবকে ছাড়াই প্রথম টেস্টের দল নির্বাচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

কিন্তু গতকাল শুক্রবার করোনা থেকে মুক্তি পাওয়ায়  বিকেলেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে আজ শনিবার (১৪ মে) সকাল থেকেই কঠোর অনুশীলন করছিলেন তিনি। দুই দফায় আধা ঘণ্টা ব্যাটিং অনুশীলন করলেও বৃষ্টির বাগড়ায় পরে বোলিং-ফিল্ডিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারেননি তিনি।  

কিন্তু টাইগার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সাফ জানিয়ে দেন, "৫০ কিংবা ৬০ ভাগ ফিট সাকিবকে চাই না। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে হবে তাকে।"

কিন্তু করোনা থেকে মুক্তি পাওয়া সাকিব ‘শতভাগ ফিট’ হয়ে উঠেছেন। তাই বিশ্বসেরা এই অলরাউন্ডার আগামীকাল রোববার (১৫ মে) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলবেন বলে জানিয়েছেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানান, ‘‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো ভালোই মনে হলো। ভালো অনুশীলন করলেন। খেলবেন ইনশাআল্লাহ।’’

অনুশীলনে ফিটনেস পরীক্ষা করা না হলেও মুমিনুল মনে করছেন সাকিবের খেলা না খেলা- পুরো বিষয়টা নির্ভর করছে মানসিকতার ওপর। এই বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘‘আমার কাছে মনে হয় জিনিসটা পুরোপুরি আপনার চিন্তার উপরে। আপনি যখন বললেন পরিবর্তনে কোনো সমস্যা হবে কিনা..., আমি যদি চিন্তা করি তাহলে সমস্যা হবে। আমি যদি চিন্তা করি সমস্যা তৈরি হবে না- আসলে সমস্যা তৈরি হয় না।’’

একদিনের অনুশীলনেই দলে জায়গা পেয়ে যাবেন সাকিব? এমন প্রশ্নের জবাবে মুমিনুল জানান, ‘‘একটা খেলোয়াড়ের ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়। সাইকোলজিক্যালি অনেক কিছু বোঝা যায়। আপনারাই বোধহয় সবচেয়ে বেশি দেখছেন (সাকিবের ব্যাটিং অনুশীলন) আমার চেয়ে। আমিতো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারাই ভালো বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’’

সবশেষে মুমিনুল সাফ জানিয়ে দিলেন সাকিব খেলবেন চট্টগ্রাম টেস্টে। তিনি বলেন, ‘দেখে তো মনে হল, ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ্‌। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হল উনি ফিট আছেন।’

উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজটি আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট দিয়ে। এরপর আগামী ২৩ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Link copied!