• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা


মাসুম আব্দুল্লাহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:০১ পিএম
চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

চলতি বিপিএলের ১৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। 

৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর টুর্নামেন্টের শুরুতে উড়ন্ত সূচনা করা চট্টগ্রাম ৭ ম্যাচে ৩ জয় আর ৪ পরাজয়ে টেবিলে ৫ম স্থানে রয়েছে। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: উইল জ্যাকস, আফিফ হোসেন, শামীম হোসেন, চ্যাডউইক ওয়ালটন, বেনি হাওয়েল, মেহেদি হাসান, নাঈম ইসলাম (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসিস, ইমরুল কায়েস (অধিনায়ক), মঈন আলী, সুনীল নারিন, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!