স্প্যানিশ ক্লাব বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা দাবি করেছেন, দলের খেলোয়াড় উসমান দেম্বেলে তাকে না জানিয়ে অন্য ক্লাবের সাথে চুক্তি করেছেন।
গত কাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লাপোর্তা এই উইঙ্গারের চুক্তি নবায়নের জন্য যে আলোচনা হয়েছিল তার বিশদ বিবরণ দিয়েছেন। সেই আলোচনা ভেঙ্গে যাওয়ার পর ২৪ বছর বয়সী ফুটবলারকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অন্য একটি ক্লাব খুঁজে নিতে বলা হয়েছিল।
বার্সেলোনার ফুটবল ডিরেক্টর মাতেউ আলেমানি গত সপ্তাহে দেম্বেলেকে বলেছিলেন যে তাকে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে দেম্বেলে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এরপর লাপোর্তা চুক্তি নবায়ন করার কথা বলেছিলেন। দেম্বেলে ইতিবাচকও ছিলেন। তবে তার চাহিদা আরও বেশি ছিল। বার্সার পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করার পরেও দেম্বেলে প্রস্তাব গ্রহণ করেননি বলে দাবি লাপোর্তার।
২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগদানের পর থেকে দেম্বেলে টিকে থাকার লড়াই করে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েক বার ইনজুরিতে পড়েছেন তিনি। যা দলে পাকাপাকি অবস্থান থেকে ছিটকে দিয়েছে তাকে।
লাপোর্তা আরও বলেছেন, তার ধারণা ইতিমধ্যেই দেম্বেলে অন্য একটি ক্লাবের সাথে চুক্তি সেরে ফেলেছেন। যেহেতু বার্সার চুক্তি তিনি গ্রহণ করেননি।
লাপোর্তা বলেন, “দেম্বেলের সাথে কী ঘটছে তা বোঝা কঠিন। তিনি এখন স্কোয়াডে আছেন কিন্তু জাভিকে কেবল বর্তমান নিয়ে কাজ করলে হবে না, ভবিষ্যতেও কাজ করতে হবে। আমার মনে হয় অন্য ক্লাবের সাথে দেম্বেলের চুক্তি আছে।”