চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচ ম্যাচ খেলতে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। খুলনার অধিনায়ক মুশফিকর রহিম টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুদলের খেলা শুরু হবে দুপুর দেড় টায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্ট টেবিলের শীর্ষ দ্বিতীয় দল। ফরচুন বরিশালের পরই তাদের অবস্থান। ৮ ম্যাচে ৫ জয়, ২ পরাজয় ও এক পরিত্যক্ত ম্যাচে তাদের পয়েন্ট ১১। অন্যদিকে, খুলনাও সমানসংখ্যক ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় ও ৪ ম্যাচ পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে।
খুলনায় একটা পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন রনি তালুকদার। একাদশ থেকে বাদ হয়েছেন জাকের আলী অনিক। আর কুমিল্লার একাদশে এক পরিবর্তন। একাদশে যুক্ত হয়েছেন মাহিদুল অঙ্কন, বাদ হয়েছেন অলরাউন্ডার আরিফুল হক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক/অধিনায়ক), মেহেদী হাসান, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, খালেদ আহমেদ, নাবিল সামাদ ও রুয়েল মিয়া।