বিপিএলের ষষ্ঠ ম্যাচে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার বিপক্ষে চ্যালেঞ্জার্স ২৫ রানে জয় পেয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের স্কোর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তবে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম। দলীয় ২৯ রানেই প্যাভিলিয়নে ফিরে যায় জ্যাক উইলস। ৭ বলে ১৭ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দিয়ে আউট হন এই ওপেনার।
আরেক ওপেনার কেনার লুইস প্যাভিলিয়নে ফিরে যান দলীয় ৫২ রানে। লুইসও আউট হন রাব্বির বলে।
দলীয় ৬৯ রানে রান আউটের শিকার হয়ে ১৫ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৩০, সাব্বির রহমানের ৩২, বেনি হাওয়েলের ৩৪ রানে ভর করে ৭ উইকেটে চট্টগ্রাম ১৯০ রানের স্কোর করে।
জবাবে ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় খুলনা। দলীয় ২৭ রানেই পতন ঘটে দ্বিতীয় উইকেটের। খুলনার আন্দ্রে ফ্লেচার ভালো রানের আভাস দিলেও আঘাত পেয়ে মাঠ ছাড়েন ১৬ রানে।
মেহেদি হাসান ২৪ বলে ৩০ রান করে দলের হাল ধরেন। তিনি শরিফুল ইসলামের বলে ফিরে গেলে ইয়াসির আলি ২৬ বলে ৪০ রান করে আশা জাগান।
তিনি একপ্রান্ত আগলে রাখলেও রানের চাকা চট্টগ্রামকে টপকানোর গতিতে ছিল না। সিকান্দার রাজার ২২ ছাড়া বাকি ব্যাটারদের কেউ তেমন ভূমিকা রাখতে পারেননি।
খুলনার ইনিংস থামে ৯ উইকেটে ১৬৫ রানে। চট্টগ্রাম ম্যাচ জিতে নেয় ২৫ রানে। ম্যাচ সেরার পুরস্কার পান বেনি।