• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্ষমা চাইলেন জাস্টিন ল্যাঙ্গার


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:১৭ পিএম
ক্ষমা চাইলেন জাস্টিন ল্যাঙ্গার

জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়া অ‍্যাশেজ সিরিজও জেতে। তবুও দলের সঙ্গে থাকতে পারলেন না কোচ ল্যাঙ্গার। বোর্ড দীর্ঘ মেয়াদের চুক্তি করতে রাজি না হওয়ায় শনিবার (৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন এই কোচ।

দলের দারুণ সাফল্যের পর স্বাভাবিকভাবেই কোচ চেয়েছিলেন দীর্ঘ মেয়াদের চুক্তি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চেয়েছিল স্বল্প মেয়াদে ল্যাঙ্গারকে দলে রাখতে। তাই আগেভাগেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান কোচের পদে চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব দেয় ল্যাঙ্গারকে। পরদিন সকালে প্রধান নির্বাহী নিক হকলির কাছে মেইলে পদত‍্যাগপত্র পাঠান ল‍্যাঙ্গার। বিদায়বেলায় ক্ষমা চেয়েছেন এই সফল কোচ।

তিনি বলেন, “যদি সংবাদে আসা খবরগুলো সত্যি হয়, তবে বলা যায়, দলে আমার থাকাটা কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ পছন্দ করছে না। এমনকি এটাও পরিষ্কার যে, বোর্ডও চায় নতুন নেতৃত্ব। আমি এই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করি। আমার জীবন মূল‍্যবোধ, বিশ্বাস ও পারফরম‍্যান্সের ওপর গড়া। আর এগুলোর বাস্তবায়নে যদি কখনো বাড়াবাড়ি করে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি।”

Link copied!