• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্লাব বিশ্বকাপের অধরা শিরোপা জিতল চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০১:৩২ এএম
ক্লাব বিশ্বকাপের অধরা শিরোপা জিতল চেলসি
ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে শিরোপা জিতল বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন চেলসি। তাতেই প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের অধরা ট্রফি ঘরে তুলল টমাস টুখেলের শিষ্যরা। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেয় দর্শকদের। নির্ধারিত সময় শেষে সমতায় থাকার পর যোগ করা অতিরিক্ত সময়ের ১১৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন কাই হ্যাভার্টজের।

প্রথমার্ধের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউরোপ চ্যাম্পিয়নরা। কিন্তু কোনো গোলের দেখা পায়নি ব্লুজরা। পালমেইরাস তাদের ডিফেন্সে অতিরিক্ত খেলোয়াড় রাখায় গোল ছাড়াই প্রথমার্ধের খেলা।

এরপর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সেমিফাইনালের জয়ের নায়ক বেলজিয়ান রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টুখলের দল। ৬৪ মিনিটেই পেনাল্টি থেকে সমতা ফেরায় ব্রাজিলের ক্লাব পালমেইরাস। নির্ধারিত সময়ে দারুণ লড়াই হলেও গোলের মুখ দেখেনি দুই দলের কেউই। ফলে খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। 

যোগ করা সময়েও গোল হচ্ছিল না। সময় যত গড়াচ্ছিল চেলসির উৎকণ্ঠাও বাড়ছিল পাল্লা দিয়ে। শেষমেশ ১১৭ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমায় হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টি পায় চেলসি। বল তুলে দেয়া হয় দলের চ্যাম্পিয়ন্স লিগ নায়ক হ্যাভার্টজের হাতে। তিনি গোল করতে কোনো ভুল করেননি। তাতেই চেলসির শিরোপা নিশ্চিত হয়ে যায়।

Link copied!