• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ অনুষ্ঠানের সূচি দেখে নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৩:০৩ পিএম
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ অনুষ্ঠানের সূচি দেখে নিন
ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল। দেশের ক্রীড়াঙ্গনের কথা চিন্তা করে বিশ্ব ও এশিয়া একাদশ নামে দুটি ক্রিকেট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও ছিল চূড়ান্ত। কিন্তু করোনার কারণে সেই ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হয়নি। তবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ নামে আয়োজন করা হয়েছে ভারত তথা বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট। 

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ কনসার্টটি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কনসার্টে এ আর রহমান ছাড়াও দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস সঙ্গীত পরিবেশন করবেন। বিকেল ৪.১৫ তে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। মাঠে বসে প্রায় ১০ হাজার মানুষ পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। টেলিভিশনে সরাসরি দেখা যাবে বিটিভি এবং নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের পর্দায়।

চলুন জেনে নিই অনুষ্ঠানের সময়সূচি-

* বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

* বিকেল ৪.২০ মিনিটে ছেলে-মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

* বিকেল সাড়ে ৪টা থেকে ৫.১৫ টা পর্যন্ত বাংলাদেশি ব্যান্ড মাইলস পারফর্ম করবেন।

* বিকেল ৫.২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ।

* সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ পর্যন্ত ১৫ মিনিট মাগরিবের নামাজের বিরতি।

* সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত আবারও  ছেলে-মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে হবে জাতীয় সংগীত।

* সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭টা ৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি।

* এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।

* সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ আর রহমান দ্বিতীয় দফায় মঞ্চে উঠবেন। এরপর একটানা রাত ১২টা পর্যন্ত পারফর্ম করবেন অস্কারজয়ী ভারতীয় এই সঙ্গীতজ্ঞ।

Link copied!