• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কোহলির শততম টেস্টে গ্যালারিতে থাকবে দর্শক


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০১:২০ পিএম
কোহলির শততম টেস্টে গ্যালারিতে থাকবে দর্শক

শুক্রবার (৪ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে ম্যাচটি। কোহলির শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালির পিসিএ আইএস বিন্দ্র স্টেডিয়ামে খেলবে ভারত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গত কাল মঙ্গলবার (১ মার্চ) এক বিবৃতিতে বলেছেন, ক্রিকেট ভক্তরা কোহলির শততম টেস্ট ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে, টেস্ট ম্যাচটিতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক উপস্থিত হতে পারবেন।

জয় শাহ বিবৃতিতে বলেন, “মাঠে দর্শকদের উপস্থিত থাকার বিষয়টি রাজ্য ক্রিকেটিং অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত। সুতরাং বিরাট কোহলির ভক্তরা তার শততম টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মাঠে উপস্থিত থাকতে পারবেন।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে দর্শকশূন্য ছিল স্টেডিয়াম। তবে ভারতে এখন কোভিড-১৯ সংক্রমণ কমে যাচ্ছে। আগামীকাল (৩ মার্চ) থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!