• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোহলির মতোই কীর্তি গড়লেন মান্ধানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৪:৩৪ পিএম
কোহলির মতোই কীর্তি গড়লেন মান্ধানা

ছেলেদের ক্রিকেটে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার কোহলির সে কীর্তিতে ভাগ বসিয়েছেন স্মৃতি মান্ধানা। মেয়েদের ক্রিকেটে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন ভারতের স্মৃতি মান্ধানা। 

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েছেন ভারতের ওপেনার মান্ধানা। ১২৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। 

সেঞ্চুরি করতে ২১৬ বল খেলেছেন তিনি। যার মধ্যে ছিল একটি ছয় ও ২২টি চার। টেস্ট ক্রিকেটে এটাই তার প্রথম শতরানের ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে স্মৃতির এমন দাপুটে ব্যাটিংয়েই লিড পায় ভারত। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন মান্ধানা। দিনের শেষে মান্ধানা জানান, তার ব্যাগে শেষ তিন মাস ধরে একটি গোলাপি বল রয়েছে। সেটা দিয়েই অনুশীলন করেছেন তিনি।

স্মৃতি বড় রান পেলেও শেফালি বর্মা আউট হয়ে যান ৩১ রানে। মিতালি রাজও ফিরে যান ৩০ রানে। ১০০ ওভার শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান।

Link copied!