সুদীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার স্বাদ পেয়ে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে। লিওনেল মেসির দল এগিয়েছে দুই ধাপ। দুই ধাপ এগিয়ে অষ্টম থেকে আর্জেন্টিনা উঠে এসেছে ষষ্ঠ অবস্থানে। অপর দিকে কোপা আমেরিকার রানার্সআপ ব্রাজিলেরও উন্নতি হয়েছে এক ধাপ। নেইমারের দলের অবস্থান এখন দুইয়ে।
র্যাঙ্কিং প্রকাশ করলেই যেন অবনমন হয় বাংলাদেশ ফুটবলের। ৪ ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ভুটানের চেয়েও এক ধাপ নিচে। সর্বশেষ পাঁচ-ছয় বছরে বাংলাদেশের অবস্থান ১৮০ ঘরেই ঘুরাঘুরি করত। কিন্তু এবার ১৮৪ থেকে ১৮৮তম হয়েছে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ
র্যাঙ্কিং দল
১ বেলজিয়াম
২ ব্রাজিল
৩ ফ্রান্স
৪ ইংল্যান্ড
৫ ইতালি
৬ আর্জেন্টিনা
৭ স্পেন
৮ পর্তুগাল
৯ মেক্সিকো
১০ যুক্তরাষ্ট্র
ইউরো জিতে ৭ থেকে ৫-এ চলে এসেছে ইতালি। ইউরোর রানার্সআপ ইংল্যান্ড আছে আগের মতো ৪ নম্বরেই।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ২৪তম অবস্থানে আছে জাপান। এরপরই আছে ইরান ২৬তম, অস্ট্রেলিয়া ৩৫তম, দক্ষিণ কোরিয়া ৩৬তম ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দল কাতার আছে ৪২তম অবস্থানে।