বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
এ সময় টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ ১৫৮ রান।
কুমিল্লা ইনিংসের শুরুটা দারুণ করে। দুই ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয় দেখে-শুনে খেলতে থাকেন। দলীয় ৩৩ রানে ডেলপোর্ট ১৯ রানে আউট হন। দলের সাথে আর ১৪ রান যোগ হতেই ফাফ দু প্লেসিস প্যাভিলিয়নে ফেরত যান। ইমরুল কায়েস ১৫ রান যোগ করে তিনিও দু প্লেসিসের পথ ধরেন। একপ্রান্ত আগলে রাখা জয় (৪৮) দলীয় ১১৫ রানে ফিরে গেলে কুমিল্লার রানের গতি কিছুটা মন্থর হয়ে যায়। করিম জান্নাতের ২৯ ও মুমিনুল হকের ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কুমিল্লা।
বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো ৩টি, সাকিব আল হাসান ২টি, নাঈম হাসান ও জ্যাক লিনটট একটি করে উইকেট লাভ করেন।