• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের বরিশাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:২৩ পিএম
কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের বরিশাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। ম্যাচে ইমরুল কায়েসের দলকে ১০ রানে হারিয়েছে সাকিবের দল। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার মুনীম শাহরিয়ারের ব্যাট থেকে। এছাড়া ক্রিস গেইল ২২ রান করেন। 

কুমিল্লার পক্ষে শহিদুল ইসলাম ৩ উইকেট পান। এছাড়া মঈন আলী ২ এবং নারাইন-তানভীর ইসলাম নেন ১ উইকেট। 

এদিকে রান তাড়া করতে নেমে ধীরগতিতে ব্যাটিং কর‍তে থাকে কুমিল্লা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৬০ রান করেন তারা। 

এরপরই তাদের ব্যাটিংয়ে ধ্বস শুরু হয়। পরপর দুই ওভারে কুমিল্লা তাদের ৩ উইকেট হারায়। সেখান থেকে দলকে ঝোড়ো ইনিংস উপহার দিতে থাকেন মঈন আলী। কিন্তু ১০৪ রানের মাথায় মঈন ও ১২৪ রানের মাথায় ফাফ ডু প্লেসিস আউট হলে কুমিল্লার স্বপ্ন ভাঙে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থামে কুমিল্লার ইনিংস। আর তাতেই ১০ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফরচুন বরিশাল। 

এছাড়া বরিশালের পক্ষে মুজিব, শফিকুল ও ব্রাভো নেন ২টি করে উইকেট। 

১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!