পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ব্যাটিং করতে নেমেই টাইগার স্পিনারদের তোপে পড়েন সফরকারীরা। ১৬.৫ ওভার শেষে সব উইকেট হারিয়ে ৬০ রান করে ব্ল্যাক ক্যাপসরা। টাইগার বোলার মোস্তাফিজ নিয়েছেন ৩টি উইকেট। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রান করে নিউজিল্যান্ড।
টসে জিতে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন টম ব্লান্ডেল ও রচিন রবীন্দ্র। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়া সিরিজের মতো এই ম্যাচেই বোলিং আক্রমণে আসেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এসেই ইনিংসের তৃতীয় বলেই উইকেট তুলে নেন তিনি। অভিষেকেই গোন্ডেন ডাক পেয়ে আউট হন রবীন্দ্র। মেহেদীর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
স্পিনে উইকেট পাওয়ার পর অন্য প্রান্তেও স্পিন আক্রমণ চালাতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ রান দিয়ে ওভার শেষ করেন নাসুম আহমেদ।
মেহেদীর মতো নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় ওভারের পঞ্চম বলে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন উইল ইয়াং। ১১ বলে ৫ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এমনিতেই স্পিন ভালো খেলতে পারছিলেন না নিউজিল্যান্ড। তার ওপর এক ওভারে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। তুলে মারতে গিয়ে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ আউট হন অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে। দুই বলে পরে বোল্ড করে ফেরান টম ব্ল্যান্ডেল। ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৯ রান তুলে কিইউরা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১৮ রান করে সফরকারীরা।
স্পিন বিষে নীল হলেও দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক টম লাথাম। কিন্তু অলরাউন্ডার সাইফউদ্দীনের বলে তুলে মারতে গিয়ে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৫ বলে একটি চারে ১৮ রান করেন তিনি।
এরপর সাকিবের ফুললেন্থের বলে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন কোল ম্যাককনকি। অভিষেকেই শূন্য রানে ফিরেন তিনি। ৫০ রানেই নেই ৭ উইকেট।
প্রথম ওভারে একটু খরুচে হলেও দ্বিতীয় ওভারেই এজাজ প্যাটেলকে ফেরান মোস্তাফিজ। পঞ্চম বলে ব্রেসওয়েলকেও তুলে নেন কাটার মাস্টার।
১৬.৫ ওভার শেষে সব উইকেট হারিয়ে ৬০ রান করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে নাসুম, সাকিব ও সাইফউদ্দীন নিয়েছেন দুটি করে উইকেট। মোস্তাফিজ নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন শেখ মেহেদী।