• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিউইদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনবেন কোহলি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৪:৪৫ পিএম
কিউইদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনবেন কোহলি?

হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেশ অস্বস্তিতে আছে ভারত। প্রথম ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি এই পেস অলরাউন্ডার। অথচ ভারতের একজন ষষ্ঠ বোলার প্রয়োজন। এ অবস্থায় আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। 

পাকিস্তানের টানা ৩ জয়ে অনেকটাই বেকায়দায় পড়ে গেছে বিরাট কোহলির দল। তাই সেমি ফাইনালে উঠতে আজ নিউজিল্যান্ডর বিপক্ষে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক।  

পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ বোলারের অভাব ভালোভাবেই টের পেয়েছে ভারত। সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে কোহলি বলেন, “ষষ্ঠ বোলার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি হই বা হার্দিক হোক। এক বা দুই ওভার বল করার মতো ফিট হয়ে যাওয়ার কথা তার।”

নিউজিল্যান্ডর বিপক্ষে ম্যাচের আগে নেটে বল করেছেন পান্ডিয়া। তবে তার একাদশে থাকা এখনও নিশ্চিত নয়। তার বদলে শার্দুল ঠাকুরকে দেখা যেতে পারে আজকের ম্যাচে। কোহলির কথায় অন্তত এমনটাই বোঝা যাচ্ছে, “কাঁধের চোটের কথা জিজ্ঞেস করলে বলব, হার্দিক খুব ভালো আছে। শার্দুলও আমাদের পরিকল্পনায় আছে। সে একাদশে ঢোকার দাবি জানিয়ে যাচ্ছে। সে দলকে অনেক কিছু দিতে পারে। সে কী ভূমিকা রাখতে পারে কিংবা কোথায় ওকে ঢোকানো যায়, সেটা নিয়ে নিশ্চিতভাবেই আমি কথা বলব না। কিন্তু সন্দেহ নেই, শার্দুলের মধ্যে সম্ভাবনা আছে এবং দলে অনেক কিছু যোগ করবে সে।”

Link copied!