প্যারিসের ধনকুবের ও প্যারিস-সেইন্ট-জার্মেইর (পিএসজি) মালিক নাসের আল খেলাইফির ২৮ মাসের কারাদণ্ড হতে পারে। ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে দুর্নীতির আশ্রয় নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে এই শাস্তি পাবেন তিনি।
একজন সুইস প্রসিকিউটর খেলাইফিকে আলোচিত ‘ফিফাগেট’-এ অভিযুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হলে এই শাস্তির আহ্বান জানিয়েছেন। শুধু খেলাইফি নন, ফিফার সাবেক মহাসচিব জেরম ভালকে পেতে পারেন আরও বড় ধরনের শাস্তি। যদি প্রসিকিউশন সফল হয় তবে ৩৫ মাসের কারাদণ্ড পাওয়ার সম্ভাবনা আছে তার।
ফিফাগেট বেশ পুরনো চর্চিত বিষয়। চার বছর তদন্তের পর ২০২০ সালে সুইজারল্যান্ডের ফেডারেল আদালত খেলাইফিকে বেকসুর খালাসও দেয়। তবে সন্তুষ্ট হতে পারেনি বাদীপক্ষ। তাই আবারও আদালতে গড়ায় বিষয়টি।
অর্থের বিনিময়ে ২০২৬ ও ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে খেলাইফির মালিকানাধীন মিডিয়া গ্রুপ বেইন স্পোর্টস। এমন অভিযোগ বেশ পুরনো। ফেডারেল প্রসিকিউটররা ২০২০ সালের রায়ের বিরুদ্ধে আপিল করলে খেলাইফি এবং ভালকে গত সোমবার বেলিনজোনা আদালতে হাজির হন। চূড়ান্ত রায় হবে কয়েক সপ্তাহ পর।