• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা মুক্ত হয়ে দলে ফিরে খুশি হেরাথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৫:৫৫ পিএম
করোনা মুক্ত হয়ে দলে ফিরে খুশি হেরাথ

নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দুই সপ্তাহ পর করোনা মুক্ত হয়েছেন তিনি। আইসোলেশন থেকে মুক্তি পেয়ে দলের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই লঙ্কান গ্রেট। 

আইশোলেশনে কঠিন সময় পার করে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে রঙ্গনা হেরাথ বলেন, "আজ আমাকে এমকিউআই সুবিধা থেকে ছাড়পত্র দিয়েছে। আসলে দুই দিন আগেই দিয়েছিল। আজ দলের সাথে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। একইসাথে, খুব কঠিন দুটি সপ্তাহ পার করেছি। তবে দলের সাথে ফিরতে পেরে এখন আমি খুশি।’

ক্রিকেট মাঠে খারাপ সময় কাটছে বাংলাদেশের। তবে এই সিরিজে ভালো করার জন্য বেশ মুখিয়ে আছে বাংলাদেশ, এমনটাই মত টাইগারদের স্পিন কোচের।  

হেরাথ বলেন, ‘আমি এখন সিরিজ নিয়ে মুখিয়ে আছি। আমাকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিসিবি ও নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ দিতে হবে।’ 

নিউজিল্যান্ড সিরিজে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, বে ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ৯ জানুয়ারি, হেগলি ওভালে অনুষ্ঠিত হবে এটি। 

Link copied!