বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন সিরিজ কেউ করোনায় আক্রান্ত হলে সিরিজের কোনো ম্যাচ স্থগিত হবে না।
বুধবার (২৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী সুজন গণমাধ্যমে বলেন, ‘আমাদের যেরকম প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। ভেন্যু, হোটেল এসব বিষয়ে ওদের চাহিদা অনুযায়ীই আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের মূল চিন্তাই হল জৈব সুরক্ষা বলয় সুনিশ্চিত করা এবং তাদের খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা। এই করোনা পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা দুইটি আন্তর্জাতিক সিরিজের স্বাগতিক ছিলাম। আমাদের দলও বিদেশ সফর করেছে। কোন বিষয় কীভাবে করতে হবে এবং কী কী ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে সফলভাবে ইভেন্ট সম্পন্ন হবে সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়ে গেছে।’
এবার করোনার কারণে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে এবং ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি স্থগিত হয়েছে। কিন্তু
এই সিরিজে কেউ করোনা আক্রান্ত হলেও দুই দেশ মিলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সুজন।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, “এ ধরনের পরিস্থিতিতে মূল চ্যালেঞ্জ হল কেউ করোনা পজিটিভ শনাক্ত হয় কি না। সেক্ষেত্রে আমরা দুই বোর্ড আলোচনা করে সিরিজ কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করব এবং সিরিজ শেষ করব।”
এ সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরাবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।